খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ জেলা প্রশাসনের
নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি বাজার এলাকার খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে এ উচ্ছেদ অভিযান চালায় তারা।
এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার চাঁচুড়ি বাজারের উত্তর পাশে ৩০ নম্বর কৃষ্ণপুর মৌজায় ১ নম্বর খাস খতিয়ানের তিন হাজার ৪৩৭ দাগের জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্থায়ী-অস্থায়ী দোকান, রাইস মিল ও এনজিও প্রতিষ্ঠান নির্মাণ করে দখল করা হয়। এ অভিযানে ১০ জনের মালিকানায় ১৪টি স্থাপনার বিভিন্ন অংশ ভাঙা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, অবৈধ দখলদারদের বারবার নোটিশ দেওয়ার পরও তারা স্থাপনা সরাতে ব্যর্থ হয়েছে। এ কারণে খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে।
উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসন ও পুলিশ ছাড়াও আনসার সদস্য, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।