শর্তহীন সংলাপের পথ খুঁজে বের করার আহ্বান জানালেন পিটার হাস
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সুন্দর করতে শর্তহীন সংলাপের প্রয়োজনীয়তার কথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। একইসঙ্গে নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ অবস্থানে থাকবে বলেও জানিয়েছেন এই কূটনীতিক।
সচিবালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে আজ বুধবার (১৫ নভেম্বর) সাংবাদিকদের এসব কথা বলেন রাষ্ট্রদূত পিটার হাস।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘শুভ সকাল সবাইকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে আলাপ করে খুব ভালো লেগেছে। আমরা তার কাছে সেই একই বার্তা দিয়েছি যা কি না সব রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে। যা হলো, আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ অবস্থানে থাকবে। আমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা শান্তিপূর্ণ উপায়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক সেটা চাই। সহিংসতা বন্ধে আমরা সব পক্ষেকে আহ্বান জানাই এবং নির্বাচনি পরিবেশ সুন্দর করতে শর্তহীন সংলাপের পথ খুঁজে বের করার আহ্বান জানাই।’
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকতা এবং কর্মচারীদের নিরাপত্তা নিয়ে সম্প্রতি উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপমুখপাত্র। এ বিষয়ে বৈঠকে কথা হয়েছে বলে জানান রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, ‘ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে আমি আমাদের পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপমুখপাত্রের সাম্প্রতিক বক্তব্য নিয়েও আলোচনা করেছি। এ বিষয়ে আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। এবং আমাদের দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছি।’