নাশকতার অভিযোগে ছাত্রলীগনেতাকে আটকের পর ছেড়ে দিল পুলিশ
নাটোরে নাশকতা সৃষ্টির অভিযোগে আটক করা হয় সাবেক ছাত্রলীগ নেতা তাশরিক জামান রিফাতকে। গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে শহরের আলাইপুর সরকারি বালক বিদ্যালয়ের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ওই সময় আটটি কেরোসিন ভেজানো মশাল উদ্ধার করেছিল পুলিশ। তবে, আজ বুধবার দুপুরে রিফাতকে ছেড়ে দেওয়া হয়েছে। রিফাতের দাবি, তাকে ভুল বুঝে ধরা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ। তিনি বলেন, ‘অভিযানের সময় তাকে আটক করে নিয়ে আসা হয়েছিল। যাচাই-বাছাই করে এসবের সঙ্গে রিফাতের সম্পৃক্ততা না পাওয়ায় আজ তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’
রিফাত শহরের হাফরাস্তা এলাকার মোস্তফা জামানের ছেলে। ২০২২ সালের ২৩ এপ্রিল নাটোরের পৌর ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত অনুমোদিত ৭নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটিতে রিফাতকে সভাপতি করা হয়েছিল।
নাছিম আহমেদ জানান, অবরোধে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল একদল যুবক, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রিফাত নামে একজনকে আটক করা হয়েছিল। উদ্ধার করা হয়েছিল কেরোসিন মিশ্রিত মশাল। ঘটনার পর পরই আটক রিফাতকে নাটোর পৌরসভার ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি বলে দাবি করেন তার বাবা।
রিফাতের আটকের পর জেলা ছাত্রলীগের নেতাদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া তার বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে, নাটোরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ওপর অব্যাহত হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলাজুড়ে। সংশ্লিষ্ট থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখার কথা বললেও এখন পর্যন্ত হামলাকারীদের সম্পর্কে কোনো তথ্য-উপাত্ত জানতে পারেনি।
অব্যাহত এই হামলার ভয়ে এই চক্রের ব্যাপারে কেউ প্রকাশ্যে কোনো মন্তব্য করারও সাহস করছে না। কখনও হেলমেট পরে মোটরসাইকেলে কখনও মাইক্রোবাসে গিয়ে তুলে নিয়ে পিটিয়ে, কুপিয়ে আবার হাতুড়ি দিয়ে পিটিয়ে রাস্তার পাশে ফেলে রাখা হচ্ছে অসহায় এ সব মানুষকে। এ পর্যন্ত হামলার শিকার সবাই বিরোধী রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী।