নিরাপত্তার ঘেরাটোপে আগারগাঁওয়ে নির্বাচন ভবন
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর নির্বাচন ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় সরেজমিনে দেখা গেছে, নির্বাচন ভবনের নিচে র্যাব, পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এ কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সরেজমিনে দেখা যায়, নির্বাচন ভবনের সামনের দুই গেটে পুলিশ দাঁড়িয়ে আছে। ভবনের ভেতর সাংবাদিক এবং নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়া কেউ প্রবেশ করতে পারছে না। দেখা হচ্ছে পরিচয়পত্র।
এদিকে নির্বাচন ভবনে প্রবেশ করতে চারপাশের রাস্তায় রয়েছে র্যাব, পুলিশ ও বিজিবি সদস্য। নির্বাচন ভবনের দিকে কাউকে আসতে দেখলে জিজ্ঞেস করা হচ্ছে পরিচয় ও যাতায়াতের কারণ। নির্বাচন ভবনের সব ফ্লোরে প্রবেশের ক্ষেত্রেও করা হয়েছে কড়াকড়ি। কোথাও প্রবেশ করতে হলে সংশ্লিষ্টদের জানিয়ে তারপর প্রবেশ করতে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আজিমুল হক বলেন, ‘তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আমরা নিরপত্তা ব্যবস্থা জোরদার করেছি যেন কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি না হয়।’
আজ বুধবার সকাল ১০টায় ইসি সচিব মো. জাহাংগীর আলম নির্বাচন তফসিল ঘোষণার বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনে আসেন। তখন তার কাছে প্রশ্ন করা হয়েছিল কঠোর নিরাপত্তার বিষয়ে। সে সময় সচিব বলেন, ‘এ বিষয়টি দেখবে আইনশৃঙ্খলা বাহিনী। আমি তাদের অনুরোধ করেছি, তারা কী কৌশল নিয়েছেন, তা তারা বলতে পারবেন।’
সকাল সাড়ে ৯টার দিকে দেখা যায়, নির্বাচন ভবনের দিকে যেতে চারপাশের সড়কে দেওয়া হয়েছে ব্যারিকড। সেখানে সবার পরিচয় জেনে তারপর ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। পোশাকের বাইরে সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঘোরাফেরা করতে দেখা গেছে।
অন্যদিকে, ইসির নিরাপত্তা কর্মকর্তা জহুরা আক্তার বেগমের স্বাক্ষরে এক চিঠিতে নির্বাচন কমিশন সচিবালয়, সব প্রকল্প, নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউট, মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যম কর্মীদের নির্বাচন ভবনে প্রবেশের সময় দাপ্তরিক পরিচয়পত্র ‘দৃশ্যমান অবস্থায়’ ঝুলিয়ে রাখতে অনুরোধ করা হয়েছে।