সতর্ক অবস্থানে আওয়ামী লীগ, আনন্দ মিছিলের অপেক্ষা
বিএনপি-জামায়াতের পঞ্চম দফা অবরোধের প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে থাকার পাশাপাশি অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া তফসিল ঘোষণার পর আজ বুধবার (১৫ নভেম্বর) যাতে বিএনপি-জামায়াত কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে সে জন্যই এই বাড়তি সতর্কবস্থা বলে জানিয়েছেন তারা। একই সঙ্গে তফসিল ঘোষণার পর রাজধানীসহ সারা দেশে আনন্দ মিছিল করার অপেক্ষায় রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
অবরোধ কর্মসূচির প্রতিবাদে আজ সকাল থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের নির্দেশে সংগঠনের ২৪টি থানার ৭৫টি ওয়ার্ডে সতর্ক অবস্থান নিয়েছে নেতাকর্মীরা। এ ছাড়া কেন্দ্রীয়ভাবে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মিছিল-সমাবেশ করে অবস্থান নেয় কেন্দ্রীয় নেতারা।
ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি হেদায়াতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল, মিরাজ হোসেন, মহিউদ্দিন আহমেদ মহি, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ সময় উপস্থিত ছিলেন।
আবু আহমেদ মন্নাফী এনটিভি অনলাইকে বলেন, ‘বিএনপি-জামায়াত যাতে গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাতে না পারে সেজন্য সব থানা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দলীয় কাউন্সিলরদের নির্দেশনা দেওয়া আছে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া তফসিল ঘোষণার পর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পল্টন, মুক্তাঙ্গন, জিরো পয়েন্ট এলাকায় মিছিল করা হবে।’
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘বিএনপির অবরোধ ভুয়া। কিছু করার মুরোদ নেই, চোরাগোপ্তা করে কিছু বাসে আগুন দিতে পারে। সেটিও বন্ধ হয়ে যাবে। আজ তফসিল ঘোষণা হবে। আওয়ামী লীগের সঙ্গে সারা দেশের মানুষ আনন্দ করবে। তফসিল ঘোষণার পর কোনো সহিংসতা করলে তাদের (বিএনপি) দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
মহল্লায়-মহল্লায় সতর্ক পাহারা
বিএনপির নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহতে এবং জনগণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পাড়ায়-মহল্লায় নেতাকর্মীদের সতর্ক থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ঢাকা ৫ আসনের বিভিন্ন স্পটে মিছিল সমাবেশ করেছে দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন। একইসঙ্গে তার নেতৃত্বে যাত্রাবাড়ী চৌরাস্তার সামনে থেকে মিছিল বের করে।
কামরুল হাসান রিপন এনটিভি অনলাইকে জানান, ‘নেত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে পৃথক কর্মসূচির মাধ্যমে মহল্লায় মহল্লায় বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধে পাহারা বসানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করতে ঢাকা-৫ আসনের ওয়ার্ডভিত্তিক নেতাকর্মীরা কাজ করছে।’
নাশকতার বিরুদ্ধে মানববন্ধন
বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মানববন্ধন করেছে। আওয়ামী লীগের সাংস্কৃকিতবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এ সময় বিএনপির ডাকা অবরোধ প্রতিহতে জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘বিএনপির অগ্নিসন্ত্রাসে জনগণের জানমালের ক্ষতি হচ্ছে। যত দিন এসব চলবে ততো দিন নেতাকর্মীদের রাজপথে থেকে তা প্রতিহত করবে।
সহযোগী সংগঠনের মিছিল সমাবেশ
বিএনপি জামায়াতের অবরোধের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু্র নির্দেশে নেতাকর্মীরা বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান কর্মসূচি পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন—সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহসভাপতি মজিবুর রহমান স্বপন, শামীম শাহরিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, এ কে এম আজিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ ও ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ মহানগর ও থানা ওয়ার্ডের বিপুল নেতাকর্মী।
এদিকে বিএনপি-জামাতের দেশবিরোধী অবৈধ অবরোধের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঘোষিত ঢাকা মহানগরে অবস্থান কর্মসূচির ধারাবাহিকতায় ঢাকা-১৪ সংসদীয় আসনে অবস্থান কর্মসূচি ও মিছিল করেছে যুবলীগ। এতে নেতৃত্ব দেন যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।