নির্বাচনের তফসিলকে স্বাগত জানালেন রওশন এরশাদ
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছেন। বুধবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণার পর এক বিবৃতিতে এমনটা জানান রওশন এরশাদ।
বিবৃতিতে রওশন এরশাদ বলেন, ‘ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সুসম্পন্ন করার দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি)।’
ইসিসহ সংশ্লিষ্ট সব পক্ষ তাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে আশা প্রকাশ করেন রওশন এরশাদ।
এর আগে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ঘোষণা করেন, আগামী ৭ জানুয়ারি দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি।