সজীব ওয়াজেদ দেশে আসছেন শুক্রবার, তরুণদের পুরস্কার দেবেন শনিবার
দেশের কল্যাণে কাজ করে যাওয়া তরুণদের সংগঠনগুলোকে স্বীকৃতি দিতে সপ্তমবারের মতো জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা। আগামী শনিবার (১৮ নভেম্বর) সাভারে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন সিআরআইয়ের চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর সমন্বয়ক তন্ময় আহমেদ।
তন্ময় আহমেদ বলেন, আগামীকাল শুক্রবার সিআরআইয়ের চেয়ারপারসন সজীব ওয়াজেদ জয় দেশে আসবেন। এরপর শনিবার তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলার অনুষ্ঠানে তিনি যোগ দেবেন।
গত ১৫ সেপ্টেম্বর থেকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য আবেদন আহ্বান করা হয়, যা চলে ১০ অক্টোবর পর্যন্ত। আবেদন যাচাই-বাছাই শেষে ১৮ নভেম্বর জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড দেওয়া হবে বিজয়ীদের। এদিন দুপুর ২টা ২০ মিনিট থেকে বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত চলবে এই আয়োজন। সিআরআইয়ের চেয়ারপারসন সজীব ওয়াজেদ জয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। একই দিন সকালে সিআরআইয়ের নিয়মিত আয়োজন লেটস টক অনুষ্ঠিত হবে।
ইয়াং বাংলার পক্ষ থেকে জানানো হয়, গত বছর তরুণদের কাছ থেকে দুর্দান্ত সাড়া পেয়ে এই বছর বহুল প্রতীক্ষিত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড আবারও দেওয়ার ঘোষণা করা হয়। সিআরআই ও ইয়াং বাংলার অফিসিয়াল প্লাটফর্মগুলো থেকে এই ঘোষণা দেওয়ার পর দারুণ সাড়া মিলেছে।