মুন্সীগঞ্জে বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৫
মুন্সীগঞ্জের শ্রীনগরের কেওটখালি এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় দুজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের কেওটখালি এলাকায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে প্রাথমিকভাবে সাতজন আহত হন। তাদেরকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ইনচার্জ মাহফুজ রিভেন বলেন, ‘সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের টিম। ঘটনাস্থল থেকে আহত সাতজনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’