১৫ উপকমিটি রেখে আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫টি উপকমিটি রেখে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। কমিটিতে দলের সভাপতি শেখ হাসিনাকে চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সদস্য সচিব করে এই উপকমিটিগুলো গঠন করা হয়েছে। নির্বাচন পরিচালনার কো-চেয়ারম্যান করা হয়েছে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে।
তেজগাঁওয়ে আজ শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সব সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদককে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য করা হয়েছে। এ ছাড়া ১৫টি উপকমিটি গঠন করা হয়েছে।