শেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহী জেলার গোদাবাড়ী এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারকৃত ওই আসামির নাম মিজানুর রহমান (৩৭)। ১০ বছর বয়সী এক শিশুকে অপহরণ ও মুক্তিপন দাবির মামলায় যাবজ্জীবন সাজা হয়েছিল তার।
র্যাব-১৪ জামালপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানি সিপিসি-১-এর পক্ষ থেকে আজ শনিবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কাজের সুবাদে গাজীপুরের জয়দেবপুরে থাকতেন মিজানুর। জয়দেবপুরের সুমনের বাবা মো. মোস্তফার বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন তিনি। সেই সুবাদে সুমনের সঙ্গে মিজানুরের সুসম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সুযোগেই সুমনকে অপহরণ করে ওই ভাড়াটিয়া। পরে সুমনের বাবার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে মিজানুর। টাকা দিয়ে ছেলেকে মুক্ত করে আনেন সেই বাবা।
এই ঘটনায় সুমনের বাবা বাদী হয়ে মিজানুরের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় দোষী প্রমাণিত হলে আদালত মিজানুরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। ২০১৩ সালে সাজা হওয়ার পর থেকেই মিজানুর পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর মিজানুরকে শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়।