যুক্তরাষ্ট্রের আইভিএলপি ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড পেলেন স্থপতি খ. মাহফুজ
মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মর্যাদাপূর্ণ আইভিএলপি ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড জিতেছেন বাংলাদেশের স্থপতি খন্দকার মাহফুজ আলম। আজ রোববার (১৯ নভেম্বর) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে তথ্য নিশ্চিত করেছে।
এক পোস্টে মার্কিন দূতাবাস স্থপতি খন্দকার মাহফুজ আলমের ছবি সংযুক্ত করেছে। সেখানে দূতাবাস লিখেছে, ‘আইভিএলপি ইমপ্যাক্ট পুরস্কার জিতেছেন বাংলাদেশের নিবেদিত প্রত্নতত্ত্ব স্থপতি খন্দকার মাহফুজ আলম।’
পোস্টে আরও লেখা হয়েছে, ‘ঐতিহ্যবাহী স্থান সংরক্ষণে এক দশক ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন তিনি। অবদান রেখেছেন প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও বাংলাদেশের স্থাপত্য ঐতিহ্যে। ‘স্টিচিং টুগেদার ওল্ড ঢাকা’স কালচারাল ল্যান্ডস্কেপ’ নামে তার আইভিএলপি ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড প্রকল্পটির লক্ষ্য হলো টেকসই পর্যটন, সাংস্কৃতিক সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধি। তিনি অনুপ্রেরণা নিয়েছেন ইন্ডিয়ানাপলিসের নগর পরিকল্পনা থেকে। তার লক্ষ্য হলো ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে শহরটির বন্ধন জোরদার করা।’
প্রতিবছর ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট আইভিএলপি ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড দিচ্ছে। উদ্ভাবনী ও ব্যতিক্রমী কাজের মাধ্যমে যারা বিশ্বে ইতিবাচক সমাজ পরিবর্তনে ভূমিকা রাখছেন, তাদের কাজের স্বীকৃতি স্বরূপ এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সমাজে একটি স্থায়ী পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে।