ঢাকার আদালতপাড়ায় ককটেল বিস্ফোরণ
ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ-২ আদালতের সামনে ও মহানগর আদালতের হাজতখানার সামনে ককটেল বিস্ফোরিত হয়।
এদিকে ককটেল বিস্ফোরণের পরে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। প্রাণ বাঁচাতে অনেকে এদিক-সেদিক ছোটাছুটি করে।
মহানগর দায়রা আদালতের সাথে সাংবাদিক এসোসিয়েশনের অফিসে কর্মরত অফিস সহকারী কাজল এনটিভি অনলানইকে বলেন, হঠাৎ করে আদালতের নিচে শব্দ শুনি। পরে শুনি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে আমিসহ আশপাশের লোকজন ভয় পেয়েছি। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা দেখিনি।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল কর্মরত সাংবাদিকদের বলেন, আমার ঠিক পেছনেই কয়েক গজ দূরে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয়। আসলে বিচার বিভাগকে কলঙ্কিত করার জন্য কোর্টের আঙিনায় এ ঘটনা ঘটিয়েছে। যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থা বিচারের আওতায় নিয়ে আসবে। এখানে কেউ থাকলে মারাত্মক আহত হতে পারত। এটা সেই ২০১৩-১৪ সালে যেভাবে কোর্টের ভেতরে হামলা হতো, সেই ঘটনার পুনরাবৃত্তি বলে মনে করছি।
এদিকে আজ প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় কারাগারে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পেছানোকে কেন্দ্র করে আদালতে হট্টগোল হয়। এ সময় বিচারক অন্য মামলার শুনানি করতে চাইলে বিএনপিপন্থি আইনজীবীরা প্রতিবাদ করেন। এ সময় আদালতে তুমুল হট্টগোল সৃষ্টি হলে বিচারক মামলার শুনানি না করে এজলাস ত্যাগ করেন। পরে ২২ নভেম্বর জামিন শুনানির দিন ধার্য হয়।