ভারতের সঙ্গে নির্বাচন নিয়ে আলাপ হয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘ভারতের সঙ্গে আমাদের নির্বাচন নিয়ে আলাপ হয়ে গেছে। এটা তো মাননীয় প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী আলাপ করে ফেলেছেন।’
আজ সোমবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে তিনি জাপানের একটি বিনিয়োগকারী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।
ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়। আমরাও এটাই চাই। ভারতের চাওয়া আমাদের চাওয়া একই।
পররাষ্ট্র সচিবের আসন্ন ভারত সফরের বিষয়ে জানতে চাইলে ড. মোমেন বলেন, ভারতে একটি রুটিন বৈঠক হবে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলাপ হবে না। রাজনীতি নিয়ে আলাপ তো হয়েই গেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপানিরা বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য, বিদ্যুৎ খাত, বন্দর ও পর্যটন নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। প্রায় ৩১টি কোম্পানি এখানে আছে। আমরা এটিকে স্বাগতম জানাই।