বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের জান্নাতুল
বিট্রিশ গণমাধ্যম বিবিসি ১০০ প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় রয়েছে বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস। প্রভাবশালী এই নারীদের তালিকায় আরও আছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা, মেয়েদের ব্যালন ডি’অর জয়ী আইতানো বনমাতিও।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বিবিসি ১০০ প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় জান্নাতুলের ছবি ও নাম প্রকাশ করে তাকে ‘বার্ন সারভাইবার’ (দগ্ধ যোদ্ধা) হিসেবে উল্লেখ করেছে। জান্নাতুলের সংক্ষিপ্ত পরিচিতিতে তারা লিখেছে, ‘এক দুর্ঘটনায় শরীরের ৬০ শতাংশ পুড়ে যায় জান্নাতুল ফেরদৌসের। এরপর বেঁচে গিয়ে তিনি হয়ে উঠেছেন চলচ্চিত্র নির্মাতা, লেখক। একইসঙ্গে তিনি প্রতিবন্ধীদের বেঁচে থাকতে ক্যাম্পেইন করে থাকেন।’
পরিচিতিতে বিবিসি আরও জানিয়েছে, জান্নাতুল ‘ভয়েস অ্যান্ড ভিউস’ নামে একটি মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা, যা অগ্নিদগ্ধ নারীদের অধিকারের জন্য লড়াই করে।
আরও বলা হয়েছে, জান্নাতুল তার বন্ধুবান্ধব ও স্বজনদের কাছে আইভি নামে পরিচিত। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে সচেতনতা বাড়াতে পাঁচটি শর্ট ফিল্ম তৈরি করেছেন। এ পর্যন্ত তার লেখা তিনটি উপন্যাস প্রকাশ পেয়েছে।