বিরোধী দলগুলোর ওপর নিপীড়ন চালাচ্ছে সরকার : এবি পার্টি
এবি পার্টির নেতাকর্মীরা বলেছেন, বিএনপি ও আওয়ামী লীগ অংশ না নিলে সে নির্বাচন অতীতেও অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হয়নি, এখনও হবে না। সরকার বিরোধী দলগুলোর ওপর নিপীড়ন চালাচ্ছে।
আজ বুধবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে বিক্ষোভ মিছিল উপলক্ষে রাজধানীর বিজয়নগর, নাইটেঙ্গেল, কাকরাইল, পল্টনসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয় একাত্তর চত্বরে এসে মিলিত হয়ে এ কথা বলেন এবি পার্টির নেতাকর্মীরা।
এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘সরকার অতীতে স্বৈরাচারদের অনুসরণ ও অনুকরণে অর্থ ও আসনের বিনিময়ে বিভিন্ন দল এবং ব্যক্তিকে প্রহসনের নির্বাচনে অংশ করানোর মিশনে নেমেছে। এ মিশন অতীতে যেমন সফলতা পায়নি বর্তমানেও চরম ব্যর্থতায় পর্যবসিত হবে। কারণ বিএনপি ও আওয়ামী লীগ অংশ না নিলে সে নির্বাচন অতীতেও অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হয়নি এখনও হবে না।’
দলটির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগ সরকার তাদের যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে গাড়ি পুড়িয়ে বিরোধী রাজনৈতিক নেতাদের ওপর দায় চাপাচ্ছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব বিএন নাজমুল হক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, জ্যেষ্ঠ সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, কেন্দ্রীয় অর্থসম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সহকারী সদস্যসচিব শাহ আব্দুর রহমান, যুবপার্টির সদস্যসচিব শাহাদাতুল্লাহ টুটুল, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসির, উত্তরের সদস্যসচিব ফিরোজ কবির, দক্ষিণের যুগ্ম সদস্যসচিব কেফায়েত হোসেন তানভীর, আহমাদ বারকাজ নাসির, মহানগর উত্তরের সংগঠক সেলিম খান, যুবপার্টির দপ্তর সম্পাদক আলী নাসের খান প্রমুখ।