কুষ্টিয়ায় বাসে আগুন
কুষ্টিয়ার আলামপুরে হাইওয়ে থানার সামনে পুলিশের জব্দকৃত হানিফ পরিবহণের একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিনগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাসটি সম্পূর্ণ ভস্মিভূত হয়।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, বুধবার দিনগত রাত ১১টার দিকে হঠাৎ কুষ্টিয়া হাইওয়ে থানার সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দাঁড়ানো পুলিশের জব্দকৃত হানিফ পরিবহণের বাসটিতে আগুন লাগে। তাৎক্ষণিক কুষ্টিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হন। তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) পলাশ কান্তি নাথ বলেন, ‘কয়েকদিন আগে কুষ্টিয়ার মিরপুরে দুর্ঘটনায় পতিত হয়েছিল বাসটি। সেখান থেকে উদ্ধার করে হাইওয়ে পুলিশ তাদের থানার সামনে মহাসড়কের পাশে রেখেছিল। সেখানে কেউ গাড়িটিতে আগুন ধরিয়ে দিল, নাকি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিসও এ ব্যাপারে কাজ করছে।’
অন্যদিকে, কুষ্টিয়া শহরের নিশান মোড়ে বুধবার দিনগত রাত ৮টার দিকে বিএনপির অবরোধের সমর্থনে ঝটিকা মশাল মিছিল বের করেন কয়েকজন। তাদের মধ্যে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
আটকরা হলেন—কুষ্টিয়া সদরের বোয়ালদহ মেছপাড়া গ্রামের সোহান (১৯), জুয়েল ইসলাম (১৭) ও আলিফ মাহমুদ (১৫)।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, ‘বুধবার দিনগত রাত ৮টার দিকে ১৫ থেকে ২০ জন কিশোর-যুবকের দল আচমকা নিশান মোড়ে মশাল হাতে মিছিল বের করে। তাৎক্ষণিক এলাকার বাসিন্দারা তাদের ধাওয়া দেন। এ সময় সবাই পালিয়ে গেলেও তিনজনকে ধরে ফেলেন তারা। পরে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।’