ময়মনসিংহে অবরোধের সমর্থনে মশাল মিছিল
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে ষষ্ঠ দফা অবরোধের শেষ দিন আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর)। অবরোধের সমর্থনে গতকাল বুধবার দিনগত রাত জেলার বিভিন্ন উপজেলায় মশাল মিছিল করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সন্ধ্যায় সদর উপজেলার সড়কে ইশ্বরগঞ্জে উত্তর জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম মনির নেতৃত্বে মশাল মিছিল করা হয়েছে।
এদিকে, বিরোধী দলগুলোর ডাকা অবরোধে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরে ইজিবাইক ও অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। খুলেছে কাঁচাবাজার-দোকানপাট। এ ছাড়া পণ্যবাহী যানও চলাচল করতে দেখা গেছে। অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সড়ক ও মহাসড়কে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে, সকাল ৭টার দিকে শহরের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় অবরোধের সমর্থনে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করেছেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হাকিম আজিজ।