নতুন কোচের অধীনে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত
বিশ্বকাপ ফাইনালে হারের ক্ষতটা এখনও দগদগে ভারতের। ওয়ানডে বিশ্বকাপ শেষে আবারও ব্যস্ত হচ্ছে ভারতীয় ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ঘরের মাঠে অনুষ্ঠেয় সিরিজে বিশ্বকাপ স্কোয়াডের প্রায় সবাইকেই বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সূর্যকুমার যাদব ও ইশান কিশান ছাড়া নেই বিশ্বকাপ দলের কেউই।
সিরিজে অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। অধিনায়কের পাশাপাশি বদল এসেছে প্রধান কোচের দায়িত্বেও। এই সিরিজে ভারতের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন সাবেক তারকা ভিভিএস লক্ষ্মণ। রাহুল দ্রাবিড়ের পরিবর্তে দলকে কোচিং করাবেন তিনি।
বিশ্বকাপ শেষে দ্রাবিড়ের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি শেষ হয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, দ্রাবিড় আর জাতীয় দলের কোচিং করাতে ইচ্ছুক নয়। বিসিসিআইও চায় না তাকে। সে হিসেবে এই সিরিজটি লক্ষ্মণের জন্য পরীক্ষা বটে। ঘরের মাঠে যদি ভারত সিরিজটি ভালো করতে পারে, তাহলে তার হাতে পরবর্তীতে দায়িত্ব তুলে দিতে পারে দেশটির ক্রিকেট বোর্ড।
লক্ষ্মণ বর্তমানে ভারতের যুব অ্যাকাডেমির কোচের দায়িত্ব পালন করছেন। জাতীয় দলের কোচ হওয়ার আগে অ্যাকাডেমির কোচ হিসেবে পথচলা শুরু হয়েছিল দ্রাবিড়েরও।