সব আসনে আ.লীগের মনোনয়ন রোববারের মধ্যে চূড়ান্ত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের সব আসনে মনোনয়ন রোববারের মধ্যে চূড়ান্ত হবে। ইতোমধ্যে চারটি বিভাগে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। যদিও চার বিভাগে কারা মনোনয়ন পেয়েছে, তা এখনও প্রকাশ করা হয়নি। যদিও চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে নতুন মুখ। তবে, বিজয়ী হতে পারে, এমন প্রার্থীদের বাদ দেয়নি দলটির নির্বাচন পরিচালনা কমিটি।
গত ২১ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনা ও জমার ছিল শেষ দিন। এ দিনে দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার দেওয়া তথ্য বলছে, এবার তারা তিন হাজার ৩৬২ মনোনয়নপত্র বিক্রি করেছেন। এরমধ্যে ১২১টি অনলাইনে ও তিন হাজার ২৪১টি মনোনয়নপত্র সরাসরি বিক্রি হয়। এতে দলটির আয় হয়েছে ছয় কোটি ৮১ লাখ টাকা। এরপর শুরু হয় সাক্ষাৎকার। আর আজ শুক্রবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের সব আসনে মনোনয়ন একসঙ্গে ঘোষণা করা হবে বলে জানান। তিনি বলেছেন, রোববারের মধ্যে চূড়ান্ত হবে ৩০০ আসনের মনোনয়ন। এরপর একসঙ্গে মনোনীতদের নাম ঘোষণা করা হবে।
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশনায় দলটির নির্বাচন পরিচালনায় মনোনয়ন বিক্রি করা হয় বিভাগভিত্তিক। মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়নপত্র কিনেছেন সরাসরি ও অনলাইনে। যদিও অনলাইনের তুলনায় সরাসরি কেনার প্রবণতাই বেশি ছিল। নিজের নামে ফেস্টুন-ব্যানার নিয়ে উৎসবের আমেজে তাদের কিনতে দেখা গেছে দলীয় মনোনয়নপত্র।
মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কোন দিকটি পর্যালোচনায় আছে তা তুলে ধরেছেন কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের। আজ বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, যাদের বাদ দেওয়া হয়েছে, তারা বিজয়ী হতে পারবেন না। অনেকে জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন। নতুন করে তাদের মনোনীত করা হচ্ছে না।
আজকে সংসদীয় মনোনয়ন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এ পর্যন্ত চারটি বিভাগে মনোনয়ন চূড়ান্ত হয়েছে৷ আগামীকাল সম্ভব না হলে রোববার দলীয়ভাবে ৩০০ আসনে আওয়ামী লীগ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আজকের সভাতেও কয়েকজন পুরোনো নেতা বাদ গেছেন, নতুনরা মনোনয়ন পেয়েছেন। তবে, কৌশলগত কারণে কোন কোন বিভাগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে, তা আর প্রকাশ করা হচ্ছে না। একসঙ্গে ৩০০ আসনের প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। দুটো দিন অপেক্ষা করুন।’
মনোনয়নে বাদ পড়ার কারণ সম্পর্কে ওবায়দুল কাদের জানান, যারা উইন্যাবল-ইলেক্ট্যাবল না, জনগণের কাছে গ্রহণযোগ্যতা অনেকেই হারিয়ে ফেলেছেন তারা বাদ পড়েছেন। নারী-পুরুষ সব প্রার্থীর ক্ষেত্রেই মনোনয়নে এটা প্রযোজ্য।
ক্রিকেটার সাকিব আল হাসানের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গে কত নায়ক-নায়িকা এমপি। তারা তো সরাসরি দল করে না। ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশেও আছে। আর সাকিব আল হাসান রাজনীতি করবে, জনগণের সেবা করবে। বাংলাদেশের যেকোনো জায়গায় তিনি দাঁড়াতে পারেন।’