মাদারীপুরে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্র নিহত
ঢাকা-ভাঙ্গা রেলপথে মাদারীপুরে শিবচরে ট্রেনের ধাক্কায় ইব্রাহিম (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) রাতে পাচ্চর গোলচত্বর আন্ডারপাস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইব্রাহিম শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিরু খানের ছেলে। সে মাদবরের চর আর এম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে জুনায়েদ, রাজু ও ইব্রাহিম মিলে খিচুরি খাওয়ার উদ্দেশে রেললাইন ধরে হেঁটে হেঁটে পাচ্চরের একটি খিচুরির দোকানে যাচ্ছিল। ওই সময় দ্রুতগতিতে আসতে থাকা ট্রেন দেখলে রাজু ও জুনায়েদ একপাশে চলে যায় আর ইব্রাহিম যায় অপর পাশে। এই সময় ইব্রাহিম ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পেলে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তার দুই বন্ধু ও আশপাশের লোকজন ইব্রাহিমকে উদ্ধার করে স্থানীয় পাচ্চর ইসলামিয়া হাসপাতালে নিলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করতে বলা হয়। পরে পদ্মা সেতু পার হয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা যায় ইব্রাহিম।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।