গোপালগঞ্জে বাস-ট্রলি সংঘর্ষে নিহত দুই
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রলির সংঘর্ষে দুজন নিহত হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরার মিল্টন বাজার এলাকায় শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের লাভলু মল্লিকের ছেলে ট্রলিচালক রায়হান মল্লিক (২২) ও একই গ্রামের সহিদ মল্লিকের ছেলে ট্রলি শ্রমিক শানাল মল্লিক (১৭)।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম জানান, খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে দোলা পরিবহণের একটি বাস। যানটি মিল্টনবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তা থেকে খানিকটা বাইরে চলে যায়। তবে, সংঘর্ষে ট্রলিটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রলি চালক রায়হান মারা যান। মারাত্মক আহত ট্রলি শ্রমিক শানাল। তাকে উদ্ধার করে স্থানীয়রা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৭টার দিকে তিনি মারা যান।
গোপালগঞ্জের কাশিয়ানী ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, নিহত দুজনের মরদেহ আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। যান দুটি জব্দ করা হয়েছে।