মেয়েকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড
সিরাজগঞ্জের সলঙ্গায় মেয়ে রাইসা খাতুনকে হত্যার দায়ে বাবা মনিরুল ইসলাম রঞ্জুকে (২৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্তকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা আজ রোববার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই রায় দেন।
দন্ডপ্রাপ্ত রঞ্জু সিরাজগঞ্জের সলঙ্গা থানার চৌবিলা পশ্চিম পাড়ার আব্দুর রহিমের ছেলে।
আদালতের অতিরিক্ত পিপি জেবা রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘দণ্ডপ্রাপ্ত রঞ্জুকে আগামী সাত দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।’
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালে উল্লাপাড়া উপজেলার নজরুল ইসলামের মেয়ে নাজনীন নাহারের সঙ্গে রঞ্জুর বিয়ে হয়। দম্পতিটির মধ্যে বনিবনা না হওয়ায় রঞ্জু নাজনীনকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। এরই মধ্যে তাদের ঘরে একটি মেয়ে সন্তানের জন্ম হয়।
পারিবারিক বিরোধের কারণে নাজনীন তার বাবার সঙ্গে ঢাকায় বসবাস শুরু করেন। ২০২২ সালের ২৭ মার্চ গ্রামের বাড়ি উল্লাপাড়ায় বেড়াতে আসেন তিনি। বিষয়টি জানার পর ২৯ মার্চ রঞ্জু স্বজনদের নিয়ে তার শ্বশুর বাড়িতে আসে। এ সময় পারিবারিকভাবে সমঝোতা করে স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে যান রঞ্জু।
পারিবারিক বিরোধের জেরে ২০২২ সালের ৩০ মার্চ রঞ্জু তার মেয়েকে মাটিতে আছড়ে হত্যা করে। এ ঘটনায় শিশু রাইসার নানা নজরুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে সলঙ্গা থানায় হত্যা মামলা করেন। মামলার পর রঞ্জুকে গ্রেপ্তার করে র্যাব। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত শেষে রঞ্জুকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১২ স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন।