কিশোরগঞ্জে সারবোঝাই ট্রাকে আগুন
বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলোর ডাকা সপ্তম দফা অবরোধের প্রথম দিন রাতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে সারবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের কাছে গতকাল রোববার (২৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে ট্রাকটির সামনের অংশ ও তিন টনের মতো সার পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ট্রাকের চালক মো. শাহ আলম মিয়া জানান, গতকাল রাতে মুন্সীগঞ্জ থেকে সার নিয়ে কুলিয়ারচর বিএডিসি গুদামে যাচ্ছিলেন তিনি। ট্রাকটি দাড়িয়াকান্দি এলাকা ছেড়ে উপজেলা সদরের দিকে আসার সময় রাস্তায় কিছু লোক আগুন দিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় রাস্তার পাশে ট্রাকটি থামান তিনি। এ সময় সাত থেকে আটজন লোক এসে চালক ও হেলপার হানিফ মিয়াকে মারধর শুরু করে। একপর্যায়ে তারা ট্রাকের সামনের অংশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ এসে পোড়া ট্রাকটি উদ্ধার করে স্থানীয় বিএডিসি গুদাম চত্বরে নিয়ে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্ত ট্রাক এবং যানটির চালক ও হেলপার গুদাম রক্ষক মো. জাহিদুর রহমানের জিম্মায় আছেন।
কুলিয়ারচর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রাকিব উদ্দিন খান জানান, স্টেশনের কাছেই হৈচৈ ও আগুন দেখতে পেয়ে তারা সেখানে যান। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে ক্ষতিগ্রস্ত ট্রাক এবং এর চালক ও হেলপারকে নিয়ে যায়।
বিএডিসির গুদাম রক্ষক মো. জাহিদুর রহমান জানান, আগুনের ঘটনায় আড়াই থেকে তিন টনের মতো সার নষ্ট হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৫৫ থেকে ৬৩ হাজার টাকা। সারের ডিলারকে খবর দেওয়া হয়েছে। তিনি আসার পর এ বিষয়ে একটি মামলা করা হবে।