মামলার ১৮ বছর পর রায়, ৪৪ আসামির সবাই খালাস
মাদারীপুরের আলোচিত ইরি ব্লকের ম্যানেজার আশরাফ আলী বেপারী হত্যা মামলায় দীর্ঘ ১৮ বছর পর রায় দিয়েছেন আদালত। রায়ে ৪৪ আসামির সবাইকেই খালাস দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক লায়লাতুল ফেরদৌস গতকাল রোববার (২৬ নভেম্বর) এ রায় দেন।
এর আগে রায় ঘোষণাকে কেন্দ্র করে পুরো আদালতজুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১২ মার্চ সকালে পূর্ব শত্রুতার জেরে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের আমড়াতলা গ্রামের হামিদ বেপারীর ছেলে আশরাফকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের বড় ভাই সিদ্দিকুর রহমান বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় একটি মামলা করেন। একই মামলায় আসামি করা হয় অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনকে।
তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০০৬ সালের ২৭ ডিসেম্বর ৪৬ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিভিন্ন সময়ে আদালত সাক্ষ্য দেন তদন্তকারী কর্মকর্তা, মেডিকেল অফিসারসহ ১৬ জন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে দোষ প্রমাণিত না হওয়ায় আদালত সকল আসামিকে মামলা থেকে অব্যাহতি দেন।