সালমান এফ রহমানের বিপক্ষে লড়বেন সালমা ইসলাম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর একদিন পরই দলীয় প্রার্থী চূড়ান্ত করে জাতীয় পার্টি। সে অনুযায়ী নির্বাচনি মাঠে ঢাকা-১ আসনে মুখোমুখি হচ্ছে ক্ষমতাসীন দলের বর্তমান সংসদ সদস্য সালমান এফ রহমান ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সালমা ইসলাম।
আজ সোমবার জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু ঢাকা-১ থেকে সালমা ইসলামের নাম ঘোষণা করেন। এর একদিন আগে আওয়ামী লগের সাধারণ সম্পাদক এই আসনে তাদের প্রার্থী হিসেবে সালমান এফ রহমানের নাম ঘোষণা করেন।
বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা। ২০১৮ সালে তিনি আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
এদিকে যমুনা গ্রুফের চেয়াম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এই আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০১৪ সালেন দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হয়ে সংসদ সদস্য নির্বচিত হয়েছিলেন।