বিএনপিসহ সরকারবিরোধীদের অবরোধ কর্মসূচি শুরু
সরকার পতনের একদফা দাবিতে সরকারবিরোধীদের অষ্টম দফায় ডাকা ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে আজ বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে। পরে বৃহস্পতিবার সকাল ৬টায় অবরোধ শেষে ওই সময় থেকেই সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে দলটি। দলটির পক্ষ থেকে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গত সোমবার বিকেলে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এ ছাড়া একই কর্মসূচি পালন করবে জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা এলডিপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণঅধিকার পরিষদসহ সমমনা দলগুলো।
বিএনপির নতুন কর্মসূচি হিসেবে এটি তাদের অষ্টম দফার অবরোধ, আর বৃহস্পতিবার তৃতীয় দফার হরতাল। এর আগে সপ্তম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হয়েছে গতকাল মঙ্গলবার সকাল ৬টায়।
এর আগে ২৮ নভেম্বর মহাসমাবেশে বাধা ও নেতাকর্মী গ্রেপ্তারের প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি। গত ৩১ অক্টোবর সকাল ৬টা থেকে প্রথম দফায় সারা দেশে তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু করে বিএনপিসহ বেশ কয়েকটি বিরোধী দল। তিন দিনের অবরোধের শেষ দিন ২ নভেম্বর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ফের অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। সে ঘোষণা অনুযায়ী, ৫ নভেম্বর সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টা অবরোধ শুরু হয়। এরপর তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ৮ নভেম্বর শুরু হয়ে ১০ নভেম্বর সকাল ৬টায় শেষ হয়। এরপর চতুর্থ দফার অবরোধ শুরু হয় ১২ নভেম্বর সকাল ৬টা থেকে, যা শেষ হয় মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টায়। পরে ১৫ নভেম্বর সকাল ৬টা থেকে পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে দলটি। এরপর নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি শেষ হয় মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টায়। পরে ২২ নভেম্বর সকাল ৬টা থেকে ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ পালন করে দলটি। শুক্রবার ২৪ নভেম্বর সকাল ৬টায় শেষ হয় এই অবরোধ কর্মসূচি। আর ২৮ নভেম্বর সকাল ৬টায় সপ্তম দফার অবরোধ শেষ হয়। আজ বুধবার সকাল ৬টা থেকে থেকে শুরু হয় অষ্টম দফার অবরোধ।