সারা দেশে ১৫৯ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪২৮ টহল দল মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে মোতায়েন রয়েছে বিজিবি ও র্যাব। পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশজুড়ে র্যাবের ৪২৮টি টহল দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র রাজধানী ঢাকায় মোতায়েন রয়েছে ১৪০টি টহল দল। পাশাপাশি সারা দেশে ১৫৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখা এবং বিজিবির জনসংযোগ শাখা থেকে আজ বুধবার (২৯ নভেম্বর) এ তথ্য জানা গেছে।
এ প্রসঙ্গে র্যাবের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এনটিভি অনলাইনকে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল দল মোতায়েন রয়েছে। যাত্রী ও পণ্য পরিবহণে নিরাপত্তা প্রদানে এবং দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহণকে টহলের মাধ্যমে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র্যাব।’
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১৫৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।’