নির্বাচনকে বাধাগ্রস্ত করার অধিকার কারও নেই : নাছিম
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী ও কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, কেউ চাইলেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। নির্বাচনে যদি কেউ না আসে সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। যার ভোট সে দেবে, সেখানে বাধা দেওয়ার অধিকার কারও নেই। এটি সংবিধানবিরোধী। এ অপকর্ম যারা করবে তারা দেশের গণতন্ত্রের শত্রু।
আজ বুধবার (২৯ নভেম্বর) দুপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আ ফ ম বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা আমাকে ঢাকা-৮ আসনে মনোনয়ন দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছি। নির্বাচনি নিয়ম অনুযায়ী সব কার্যক্রম পরিচালনা করব। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্বাচনের আচরণবিধি মেনে জনগণের কাছে যাব।’
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘নির্বাচনের ঢেউ সারা দেশে ছড়িয়ে পড়েছে। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন। কিন্তু দলীয় নেতাকর্মীরা কীভাবে নির্বাচন করবে সেই বিষয়ে ইতোমধ্যে পথরেখা ঘোষণা করা হয়েছে। আগামী দিনেও দলের নির্দেশনার বাইরে নেতাকর্মীরা কাজ করবে না।’