ময়মনসিংহে হরতাল সমর্থনে মশাল মিছিল, গ্রেপ্তার ৮
বিএনপি ও সমমনা দলের ডাকা অষ্টম দফা অবরোধ ও হরতালের সমর্থনে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় মশাল মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদল। আজ বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মশাল মিছিল করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি।
মিছিলের প্রস্তুতিকালে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ আট নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে এই মশাল মিছিল করে।
উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম মনির নেতৃত্বে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
এদিকে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান রোকন ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের রহমতপুর এলাকায় মশাল মিছিল করেন। দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম জুয়েলের নেতৃত্বে ঝটিকা মিছিল সানকিপাড়া থেকে জেলা স্কুল মোড় প্রদক্ষিণ করে।
দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রায়হানুল কবীরের নেতৃত্বে নগরীর আরকে মিশন রোড ও ধোপাখোলায় নেতাকর্মীরা পৃথক মশাল মিছিল করে।
এদিকে আজ দুপুরে মিছিলের প্রস্তুতিকালে ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জি এস মাহবুবুর রহমানসহ আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।