যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ছুটিতে আছেন
ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ছুটিতে আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের রাষ্ট্রদূত ছুটিতে গেছেন। আমাদের সরকারি নিয়মে প্রত্যেক রাষ্ট্রদূতরাই প্রত্যেক কর্মকর্তারা বাৎসরিক একটি ছুটি উপভোগ করেন। অনেকে দেশে এসে করেন। অনেকে দেশে কিছু অংশ করেন, বিদেশেও কিছু অংশ করেন।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের অধিকাংশ রাষ্ট্রদূতের ছেলেমেয়েগুলো বিদেশে পড়ে-টড়ে, কিংবা ছেলেমেয়ে বিয়েটিয়ে করেছে ওখানে। তারপর তারা অনেক সময় বিদেশেও যান। আমাদের রাষ্ট্রদূত নিয়ম মেনেই ছুটি নিয়েছেন।’ তিনি বলেন, ‘যে ছুটি তার পাওনা সেই নিয়মেই তিনি আমাদের থেকে অনুমতি নিয়েছেন এবং বলেছেন–অন্যান্য দেশেও যাবেন, বাংলাদেশে এসেও ছুটি কাটাবেন।’