কুমিল্লায় বিপুল মাদক জব্দ, আটক ৪
কুমিল্লায় র্যাব-পুলিশের পৃথক অভিযানে ১৫২ কেজি গাঁজা, ৪৫ বোতল ফেনসিডিল ও ১০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দিনগত রাতে এসব অভিযান চালানো হয়।
র্যাব ১১ এর উপপরিচালক স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লার সদর উপজেলার আনন্দপুর, নন্দীর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৭৬ কেজি গাঁজা, ৪৫ বোতল ফেনসিডিল ও ১০ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন—আনন্দপুর গ্রামের মো. আবদুল করিম (৪০), একই গ্রামের মো. ইদ্রিস মিয়া ও দেবিদ্বার উপজেলার রাজিয়া সুলতানা (৩৬)।
কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান জানান, বৃহস্পতিবার দিনগত রাতে জেলার সদর উপজেলার গোমতী নদীর পার থেকে ৭৬ কেজি গাঁজাসহ নগরীর তেলিকোনা এলাকার সুমন সাহাকে (৩৯) আটক করা হয়।