ময়মনসিংহ-৩ আসনে নৌকার প্রার্থী পরিবর্তনের দাবি, অন্যথায় বিপক্ষে ভোটের হুঁশিয়ারি
ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ক্ষমতাসীন দলটির বিদ্রোহী প্রার্থীরা। তা না হলে নৌকার বিপক্ষে ভোটের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী নীলুফার আনজুম পপি। আজ শনিবার (২ ডিসেম্বর) দুপুর ২টায় ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, পপি মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী পরিবারের সন্তান। তিনি ছাত্রজীবনে ছাত্রদল করতেন।
সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রয়াত বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের স্ত্রী নীলুফার আনজুম পপিকে আসনটিতে মনোনয়ন দেওয়া হয়েছে। তার পরিবার মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী।’
‘প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে একাজ করা হয়েছে’ দাবি করে নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘দল করতে গিয়ে জীবন-যৌবন শেষ করেছি।’ তিনি আরও বলেন, ‘তাকে (পপি) নমিনেশন দেওয়া আমাদের জন্য আত্মহত্যার শামিল। আমরা মনোনয়ন পরিবর্তন চাই।’
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হাসান অনু বলেন, ‘পপিকে বাদ দিয়ে বাকি ছয়জনের যেকোনো একজনকে মনোনয়ন দেওয়া হলে আমরা মেনে নেব। তা না হলে আমরা নিজেরাই একত্র হয়ে একজনকে নির্বাচন করে নৌকার বিপক্ষে ভোট করব।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাজনিন আলম, গৌরিপুর-৩ আসনে নৌকা প্রতীক প্রত্যাশী ও আ.লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য মোরশেদুজ্জামান সেলিম, জেলা আওয়ামী লীগের সদস্য এ কে এম আব্দুর রফিক, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা,
লিখিত বক্তব্যে পপির বিষয়ে বর্তমান সংসদ সদস্য নাজিম উদ্দিন আহামেদ দাবি করেন, ‘অতীব দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, উনিসহ উনার পরিবার ও আত্মীয় স্বজন কারও সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই।’ তিনি আরও দাবি করেন, ‘নিলুফার আনজুম পপি ১৯৯২ সালে গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ছাত্রীবিষয়ক সম্পাদিকা নির্বাচিত হন।’