ভূমিকম্প আতঙ্কে দোতলা থেকে ঢাবি শিক্ষার্থীর লাফ
ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি হলের দোতলা থেকে লাফ দিয়ে আহত হয়েছেন এক শিক্ষার্থী। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের আহত শিক্ষার্থী মো. মিনহাজ মাস্টার দা সূর্যসেন হলে থাকেন। আজ শনিবার (২ ডিসেম্বর) সকালে সেখানেই এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সূর্যসেন হলের প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. আব্দুল মোতালেব বলেন, ‘ওই শিক্ষার্থীর পায়ে ফ্র্যাকচার হয়েছে। হাসপাতালে ভর্তি করানোর পর চিকিৎসক তার পায়ে প্লাস্টার করে দেন। এখনও তিনি ওখানে ভর্তি আছেন। মিনহাজ সূর্যসেন হলের ২৩৩ নম্বর রুমে থাকেন।’
আজ সকালে সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক ছয়। যদিও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ।