মোফাজ্জল হোসেন মায়ার ছেলে দীপু আর নেই
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দীপু) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
শারীরিকভাবে অসুস্থ দীপু সবশেষ কয়েকদিন ধরে ওই হাসপাতালের আইসিইউতে ছিলেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনের স্বাক্ষরিত এক শোক বার্তায় এ তথ্য জানা গেছে।
দীপু চৌধুরী ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য। এ ছাড়া তিনি চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর প্রবাহের সম্পাদক ছিলেন।
ওই শোক বার্তায় বলা হয়, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে আজ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি এক স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।