ট্রেনের ধাক্কায় ভেঙেচুড়ে একাকার পুলিশের গাড়ি, কনস্টেবল নিহত
জামালপুর শহরের শেখেরভিটা লেভেল ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় টহলরত পুলিশের গাড়ি ভেঙে ‘চুরমার’ হয়ে গেছে। এতে আহসানুল হক (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আজ রোববার ভোররাতে দিকে এ ঘটনা ঘটে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
মাহবুব রহমান জানান, রোববার ভোররাতে শহরের শেখেরভিটা রেল ক্রসিংয়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেনের সাথে ডিউটিরত টহল পুলিশের পিকাপ ভ্যানের সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই পুলিশ সদস্য।
ওসি আরও জানান, নিহত পুলিশ সদস্য আহসানুল হক নেত্রকোনার কমলাকান্দা উপজেলার রাজনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি গতবছরের ডিসেম্বরে জামালপুর সদর থানায় যোগদান করেছিলেন। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে গুরুতর আহত পুলিশ কনস্টেবল আরিফুল ইসলামকে (৩০) চিকিৎসার জন্য প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত পুলিশ সদস্যের বাড়ী টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কয়রা দক্ষিণ পাড়া গ্রামে, তার বাবার নাম আব্দুল হাই।
ওসি মাহবুব রহমান বলেন, এই ঘটনায় মামলা দায়ের করা হবে। এই রেল ক্রসিংয়ে গার্ড নিয়োজিত রয়েছে, তবে তদন্ত সাপেক্ষে বলা যাবে দুর্ঘটনার জন্য কারও দায়িত্বে অবহেলা রয়েছে কি না।