নওগাঁর মহাদেবপুরে আমন ধান ও চাল সংগ্রহ শুরু
নওগাঁর মহাদেবপুর উপজেলায় চলতি আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ রোববার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মহাদেবপুর সদর খাদ্য গুদামে সংগ্রহ অভিযান যৌথভাবে উদ্বোধন করেন মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আহসান হাবীব ও মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান সোহাগ।
এ সময় উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোহাজের হাসান, মহাদেবপুর সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, সরস্বতীপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরেশ চন্দ্র মাহাতো, মহাদেবপুর উপজেলা মিল মালিক গ্রুপের সভাপতি মো. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, মহাদেবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের খাদ্য পরিদর্শক মো. সোহেল রানা, মহাদেবপুর উপজেলার সদর খাদ্য গুদামের উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলামসহ আরও অনেকে।
চলতি আমন মৌসুমে মহাদেবপুর উপজেলায় ৪৪ টাকায কেজি দরে সাত হাজার ১৫৮ মেট্রিক টন চাল এবং ৩০ টাকা কেজি দরে এক হাজার ১২২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। আমন মৌসুমের সংগ্রহ অভিযান চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।