জামায়াতের সেক্রেটারি শফিকুর রহমানসহ ৭২ জনের বিচার শুরু
রাজধানীর রামপুরা থানায় করা নাশকতার মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৭২ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক আজ রোববার (৩ ডিসেম্বর) দুপুরে এই আদেশ দেন।
এদিন বিচারক অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৭ ডিসেম্বর দিন ধার্য করেন। এ ছাড়া এ মামলায় অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত উপাদান না থাকায় ৪৫ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আদালতের সরকারি কোঁসুলি মো. মোজাম্মেল হক খোকন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উল্লেখযোগ্য আসামিরা হলেন, জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান ও নির্বাহী সদস্য মো. ইজ্জত উল্লাহ।’
২০১২ সালের নভেম্বর মাসে জামায়াতের ডাকা হরতালে গাড়ি ভাঙচুর, ইট-পাটকেল নিক্ষেপ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এ মামলা করা হয়। এরপর ১২৭ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সে অভিযোগপত্রের পরে মামলাটি বিচারের জন্য এই আদালতে আসে।