লোহাগাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুসহ নিহত ২
চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা নানা-নাতনি। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত শিশুর মা। আজ সোমবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার পদুয়া ইউনিয়নের নয়াপাড়ায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন উপজেলার আমিরারাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লালীর বাপেরপাড়ার ইকবাল হোসেন বাবলু ( ৬০) ও তাঁর নাতনি সাতকানিয়া উপজেলার ছাদহা মোরশেদ চেয়ারম্যানের বাড়ির মো. তারেকের মেয়ে আজুয়া আকতার (৪)। এ সময় আহত মেয়ে সামিরাকে (৩০) উদ্ধার করে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান বিষয়টি নিশ্চিত করেছেন। পাশ কাটাতে গিয়ে ট্রাকের চাকার নিচে ঢুকে পড়ে মোটরসাইকেল। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান নানা ও নাতনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল ও ট্রাক কক্সবাজারমুখি ছিল। ট্রাকটি অন্য গাড়িকে পাশ কাটতে গেলে ট্রাকের চাকার নিচে পডে যায় মোটরসাইকেল আরোহীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
নিহত বাবলুর ভাই খাইরুল বাশার বলেন, আমার ভাতিজি সামিরার শ্বশুরবাড়ি সাতকানিয়া উপজেলার ছদাহা এলাকার মোরশেদ চেয়ারম্যানের বাড়ি। তার স্বামী দক্ষিণ আফ্রিকা থাকায় সে দীর্ঘদিন ধরে আমিরাবাদ ইউনিয়নে বাপের বাড়িতে থাকত। শ্বশুরবাড়িতে নতুন বাড়ি নির্মাণের কাজ চলছিল। আজ বিকেলে আমার বড় ভাই বাবলু ও তাঁর মেয়ে-নাতনিকে নিয়ে মোটরসাইকেল করে নতুন বাড়ির কাজ দেখতে ছদাহার উদ্দেশে বের হন। বাড়ি দেখা শেষে ফেরার সময় পদুয়া নয়াপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নানা-নাতনি নিহত হন। আহত মেয়ে সামিরাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এই ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।’