নাশকতার আরেক মামলায় বিএনপির ১৫ নেতাকর্মীর জেল
নাশকতা মামলায় বিএনপির ১৫ নেতাকর্মীকে সাড়ে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজধানীর সবুজবাগ থানায় ২০১২ সালের করা মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলামের আদালত আজ সোমবার (৪ নভেম্বর) এই রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মোহাম্মদ সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মোহাম্মদ হাবিবুর রশিদ হাবিব, মোরসালিন, মনির হোসেন, কাজী বাবু, সোহরাওয়ার্দী চেয়ারম্যান, আলমাস হোসেন চেয়ারম্যান, আতাউর রহমান, মোহাম্মদ মাকসুদ, ভিডিও বাবু, আলামত, সালামত, ওমর ফারুক, শাজাহান, এ কে এম রাশিদুল হাসান নোমান, মোহাম্মদ গোলাম হোসেন।
নথি থেকে জানা গেছে, ২০১২ সালের ডিসেম্বর মাসে নাশকতার অভিযোগে এ মামলাটি করা হয়। পরে পুলিশ ১৫ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।