চট্টগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুজনের মৃত্যু
চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে দুজন মারা গেছেন। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় লোহাগাড়ার রাজঘাটা এলাকায় এ দুর্ঘটনা হয়। এ ঘটনায় আহত হয়ে আরও তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
নিহতরা হলেন—পদুয়া তেওয়ারীহাট বাজারের ব্যবসায়ী আব্দুল মান্নান (৫৫) ও সিএনজিচালিত অটোরিকশার চালক কামাল উদ্দিন (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ স্টেশন থেকে পদুয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা রাজঘাটা এলাকায় পৌঁছালে কক্সবাজার দিকে যাওয়া একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে চালকসহ সবাই গুরুতর আহত হয়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আবদুল মন্নানকে মৃত ঘোষণা করেন এবং অপর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। চমেকেই চিকিৎধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে অটোরিকশাচালক কামাল উদ্দিনের মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস, লোহাগাড়া থানার পুলিশ, দোহাজারী হাইওয়ে থানা পুলিশের পৃথক দল ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলো পুলিশের হেফাজতে নেওয়া হয়।’