আজ ফেনী মুক্ত দিবস
আজ ৬ ডিসেম্বর, ফেনী মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে রক্তঝরা দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পথ মাড়িয়ে মুক্ত হয় ফেনী। সেই থেকে দিনটি ‘ফেনী মুক্ত দিবস’ হিসেবে পরিচিত।
এক টুকরো পতাকা আর স্বতন্ত্র পরিচয়ের জন্য এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এক ঐতিহাসিক দিন ৬ ডিসেম্বর। এদিন ভোর থেকে সশস্ত্র মুক্তিযোদ্ধারা ফেনীর পূর্বাঞ্চল দিয়ে মুক্তিযুদ্ধের ২নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার লে. কর্নেল (তৎকালীন ক্যাপ্টেন) জাফর ইমামের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা দলে দলে ফেনী শহরে প্রবেশ করতে থাকেন।
স্লোগান শুনে প্রথমে শহরবাসী বিশ্বাস করতে পারেননি। স্বতঃস্ফূর্ত প্রতিরোধের লক্ষণ দেখে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী আর তাদের দোসর রাজাকার, আলবদর, আল শামস বাহিনী ফেনীর বিভিন্ন অঞ্চল থেকে পালিয়ে চট্টগ্রামের দিকে পালিয়ে যায়। আর দীর্ঘ নয় মাসের বজ্রকঠিন সংগ্রামের মধ্য দিয়ে মুক্তিকামীরা লাল-সবুজের এক টুকরো পতাকা ফেনীর আকাশে উড়িয়ে দেন।