রাষ্ট্রপতির আইন অনুমোদন না করার বিষয়ে যা বললেন আইনমন্ত্রী
জাতীয় সংসদে পাস হওয়া ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল–২০২৩’–এ সই না করে তা পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির আইন অনুমোদন না করার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে এমন টাইপিং ভুলের জন্য সংসদে পাস হওয়া শ্রম আইন রাষ্ট্রপতি ফেরত দিয়েছেন। নির্বাচনের পর নতুন সংসদ বসলে, তখন সেই ত্রুটি সংশোধন করা হবে।
আজ বুধবার (৬ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘প্রস্তাবিত আইনের খসড়ার এক জায়গায় শ্রমিকদের সাথে যদি মালিকরা বেআইনি আচরণ করেন, তাহলে তাদের জন্য একটি সাজার কথা আইনের মধ্যে আছে। সেটা একটু মিসপ্লেস হয়ে গিয়েছিল। যেটা ২৯৪-এর ১ ধারা হওয়ার কথা ছিল, সেটা সেরকম না হয়ে, অন্যরকম হয়েছে।’
আইনে ভুলের বিষয়ে আনিসুল হক সাংবাদিকদের আরও বলেন, ‘গত সংসদে অনেকগুলো বিল খুব তাড়াতাড়ি পাস হয়েছিল। ফলে এ আইনের খসড়ায় কিছু ভুল হয়েছে। এটা টাইপিং মিসটেক। এটি সংসদে পাস হয়ে গেছে। এখন এই জায়গাটুকু সংশোধন করতে হবে। এই সংশোধনের জন্য আইনটি আবার সংসদে যেতে হবে।’