দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর
দুষ্কৃতকারী ও আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে আজ বুধবার (৬ ডিসেম্বর) তথ্যমন্ত্রী এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির ২৮ অক্টোবর সমাবেশের নামে যে বর্বরতায় পুলিশ হত্যা করা হয়েছে, সাংবাদিকদের সাপ পেটানোর মতো পেটানো হয়েছে, তা অতি জঘন্য ও চরম অমানবিক। গণমাধ্যমের সবাই এর বিরুদ্ধে আওয়াজ তুলুন যাতে ওরা আর এই কাজ করতে না পারে। আমি সমস্ত গণমাধ্যমকে অনুরোধ জানাবো, এদের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য।’
হাছান মাহমুদ বলেন, ‘আজকে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। হরতাল-অবরোধের নামে চোরাগোপ্তা হামলা, পেট্রল বোমা নিক্ষেপ, বাসের ড্রাইভার হত্যা, জীবন্ত মানুষকে পুড়িয়ে অঙ্গার করা, এগুলো কোনো রাজনৈতিক দলের কাজ বা কর্মসূচি হতে পারে না। এগুলো সন্ত্রাসী কর্মসূচি ছাড়া অন্য কিছু নয়। এমন কি সন্ত্রাসী কর্মসূচি শব্দটিও এই ঘটনাগুলোকে বর্ণনা করার জন্য যথেষ্ট নয়।’
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘দায়িত্বশীলদের সমালোচনা হবে। যেকোনো রাজনৈতিক কর্মসূচি পালন করার জন্য জনগণকে আহ্বান জানানো হবে। কিন্তু তারা আহ্বান জানাবে, আর এসি রুমের মধ্যে বসে থেকে কিছু কর্মীকে লেলিয়ে দিয়ে নেশাগ্রস্তদের হাতে টাকা গুজে দিয়ে পেট্রল বোমা নিক্ষেপ করতে বলবে। এগুলো কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। এদেরকে আবার রাজনৈতিক দল বলে কেউ কেউ।’
প্রশ্ন ছুঁড়ে দিয়ে হাছান মাহমুদ বলেন, যারা সময়ে সময়ে জাতিকে জ্ঞান ও বুদ্ধি দেয়, সেই বুদ্ধিজীবীরা এখন কোথায়। কাউকে ঘুষি মারলেও উনারা বিবৃতি দেয়। কাউকে ধাওয়া করলেও বিবৃতি দেয়। অথচ, এখন যে মানুষ পুড়িয়ে মারছে ওনারা কোথায় হারিয়ে গেলেন। জনগণ উনাদেরকে খুঁজছে। উনাদের বুদ্ধি কি এখন লোপ পেয়েছে না কি তারা বুদ্ধি করে চুপ করে আছেন।’