রাজনৈতিক সহিংসতা-নাশকতার অভিযোগে র্যাবের গ্রেপ্তার ৭
বিএনপিসহ সমমনা দলগুলোর দেশব্যাপী অবরোধ ও হরতাল চলাকালে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে গতকাল বৃস্পতিবার (৭ ডিসেম্বর) দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকর্মীসহ আরও সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ঢাকার সূত্রাপুর ও চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম ও চট্টগ্রামের উত্তর মাদারশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন।
গত ২৮ অক্টোবরের হামলা ও নাশকতাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার অভিযোগে এ পর্যন্ত মোট ৮৪৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।