হঠাৎ মানিকগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে তিনি সদর হাসপাতাল পরিদর্শনে আসেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্ক্যানো, এমআরআই ইউনিট, ডায়ালাইসিস, মেডিসিন ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, জেলা সদর হাসপাতালের সেবার পরিস্থিতি জানতেই এই পরিদর্শন তাঁর। এ সময় বিভিন্ন ওয়ার্ডে রোগীদের সঙ্গে সেবার মান নিয়ে কথা বলেন মন্ত্রী। তখন রোগীরা মন্ত্রীর সঙ্গে সেবার মান নিয়ে সার্বিক কথা বলেন এবং কাঙ্ক্ষিত সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন রোগীরা। এ সময়, স্বাস্থ্য খাতে সাফল্য অর্জন হওয়ায় এবারও জনগণ নৌকা মার্কায় ভোট দেবে এমনই প্রত্যাশা করেন স্বাস্থ্যমন্ত্রী।