দোকানে ডাকাতি ও নাইটগার্ড হত্যা : স্বর্ণ উদ্ধারসহ ৭ ডাকাত গ্রেপ্তার
জেলার কবিরহাট উপজেলায় চাপরাশিরহাট পশ্চিমবাজারে দুটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় প্রায় ৩ কোটি টাকার স্বর্ণ লুট ও নৈশপ্রহরী শহীদ উল্যাহকে (৫০) হত্যার ঘটনা উদঘাটন করেছে নোয়াখালী জেলা পুলিশ। এ ঘটনায় লুট হওয়া স্বর্ণ উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় নোয়াখালী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার শহীদুল ইসলাম।
গ্রেপ্তার আসামিরা হলো মো. নোমান, মো. শাহাদাত হোসেন, মো. সাদ্দাম হোসেন, সালাউদ্দিন, মো. মিজানুর রহমান রনি, মো. সুজন হোসেন ও কৃষ্ণকমল সরকার। তাদের মধ্যে কৃষ্ণকমলের বাড়ি লক্ষ্মীপুর। বাকিদের বাড়ি নোয়াখালীর বিভিন্ন এলাকায়।
পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, কবিরহাট উপজেলায় ডাকাতির রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ শনাক্ত করে আসামিদের দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় এবং উল্লেখিত মালামাল উদ্ধার করা হয়।
গত শুক্রবার ভোর রাতের দিকে ৪০-৫০ জনের একদল ডাকাত পিকআপভ্যান নিয়ে চাপরাশিরহাট বাজারে ডাকাতি করতে আসে। ওই সময় তারা নূর জুয়েলার্স ও মা-মণি জুয়েলার্সের গ্রিল কেটে ডাকাতি করে। ডাকাত দল মা-মণি জুয়েলার্সের স্বর্ণের সিন্দুক গ্যাস সিলিন্ডার ব্যবহার করে কেটে ২৫০ ভরি স্বর্ণ, ২৫০ ভরি রুপাসহ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় বিষয়টি টের পেয়ে ডাকাতদের প্রতিহত করার চেষ্টা করলে নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা করে ডাকাতরা।