ছয় ঘণ্টা পর আবারও পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর আবারও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় ফেরি চলাচল শুরু হয়।
এর আগে সোমবার দিনগত রাত সাড়ে ১২টা থেকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া পর্যন্ত নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি।
এদিকে, সকাল থেকে ফেরিতে প্রাইভেটকার ও যাত্রীবাহী পরিবহণ অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। তবে, ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাকের সারি লক্ষ্য করা গেছে। ফেরি চলাচলের ফলে সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো স্পষ্টভাবে না দেখার কারণেনে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। সকাল সাড়ে ৬টা থেকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ছয় ঘণ্টা পর ফেরি চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, শুরুতে প্রাইভেটকার ও যাত্রীবাহী পরিবহণগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।’