নারায়ণগঞ্জে সড়কে প্রাণ গেল চারজনের, আহত ৪
নারায়ণগঞ্জে দুই প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রূপগঞ্জের পূর্বাচলে সুলফিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়ায় গেছে। তিনি রাজধানীর সেগুরবাগিচা এলাকার ব্যবসায়ী নুরুল ইসলাম (৭৫)। আহতদের মধ্যে ছিলেন—নিহত নুরুল ইসলামের ছেলে পাপ্পু, প্রাইভেটকার দুটির চালক শুক্কুর আলী ও মিলন। বাকিদের তথ্য পাওয়া যায়নি।
পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা উদ্দিপন ভক্ত জানান, সকাল সাড়ে ৯টার দিকে কুড়িল বিশ্বরোডগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের একপাশ থেকে আরেক পাশে যায়। এ সময় কাঞ্চনগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আটজন গুরুতর আহত হয়। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিস, রূপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে। পরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজনকে ও চারজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে চারজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, পূর্বাচল ফায়ার সার্ভিস সড়ক দুর্ঘটনা আহত আটজনকে হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে তিনজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।