শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু
ছয় মাস বয়সী থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন-এ প্লাস (নীল ও লাল রঙের ক্যাপসুল) খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) শিশুদের জন্য ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাজধানীর মহাখালীস্ত নিপসম সেন্টারে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এই ক্যাম্পেইন আজ শুরু হয়ে চারদিন চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের সকল ইপিআই টিকাদান কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ভিটামিন-এ প্লাস খাওয়ানো হবে।
আজ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম।
এবারের লক্ষ্যমাত্রা, দুই কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৫০০ শিশুর ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করা। এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী ২৭ লাখ ৮৭ হাজার ৫০০ শিশুকে নীল রঙের এবং ১১ থেকে ৫৯ মাস বয়সী দুই কোটি ৩০ লক্ষ দুই হাজার শিশুকে লাল রঙের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।