মাইকিং করে ৮৫ টাকায় নতুন পেঁয়াজ বিক্রি
জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানের পর কুমিল্লা নগরীর চকবাজারে মাইকিং করে ৮৫ টাকা কেজি দরে নতুন পেঁয়াজ বিক্রি শুরু করছেন ব্যবসায়ীরা। আজ বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে নগরীর চকবাজারে কম দামে পেঁয়াজ কিনতে ভিড় করে সাধারণ মানুষ।
কয়েকদিন ধরে কুমিল্লায় পেঁয়াজ বিক্রি হচ্ছিল ২০০ থেকে ২১০ টাকা কেজি দরে। ভারত পেঁয়াজ বন্ধের ঘোষণার পর দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। এই ঘোষণার প্রভাব পড়ে কুমিল্লায়ও।
পরে গণমাধ্যমে খবর প্রকাশ হলে নড়েচড়ে বসে কুমিল্লা জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। গতকাল মঙ্গলবার জরুরি সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখানে উপস্থিত দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ জানান, তাদের সমিতির লোকজন নিয়ে বাজার মনিটরিং করে পেঁয়াজের দাম আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবেন।
আজ সকালে কুমিল্লা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলামের নেতৃত্বে অভিযান শুরু হয়। এরপর নগরীর পাইকারি বাজার বলে পরিচিত চকবাজারের ব্যবসায়ীরা মাইকিং করে পেঁয়াজ বিক্রি শুরু করেন।
কম দামে পেঁয়াজ কিনতে পেরে আনন্দিত ক্রেতা শরিফুল ইসলাম বলেন, হঠাৎ করেই পেঁয়াজ ২০০ টাকা কেজি হওয়ায় বিপাকে পড়েছিলাম। আজ ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। পাঁচ কেজি কিনেছি।
ব্যবসায়ীরা জানান, এই পেঁয়াজ মূলত আমাদের দেশে উৎপাদিত। তাই ৮৫ টাকায় বিক্রি করা সম্ভব হচ্ছে।